আসছে মুন্নাভাই-৩
বিনোদন ডেস্ক: মুন্নাভাই এমবিবিএস, লাগে রহো মুন্নাভাই (মুন্নাভাই-২) এর পর এবার আসছে মুন্নাভাই-৩। ভারতের আনন্দবাজারের খবরে মুন্নাভাই এর ভক্তদের জন্য এই আনন্দেস খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, সঞ্জয় দত্তের আসন্ন ছবি ‘ভূমি’র ট্রেলার এর মুক্তির অনুষ্ঠানে এই কথা জানান ‘মুন্নাভাই’কে গড়ে তোলার নেপথ্য কারিগর বিধু বিনোদ চোপড়া।
তিনি সাংবাদিকদের বলেন, তিন বছর ধরে মুন্নাভাই-৩ লেখার কাজ চলছে। অভিজাত জোশী লিখছেন। স্ক্রিপ্ট তৈরি হলেই আমরা শুটিং শুরু করব।
এর আগে ২০১৬ সালেও একবার শোনা গিয়েছিল সঞ্জয় দত্ত জেল থেকে ছাড়া পেলেই মুন্নাভাই-৩ এক কাজ শুরু হবে।
২০০৩-এ মুক্তি পেয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। ২০০৬-এ মুক্তি পায় তারই সিক্যুয়েল ‘লাগে রহো মুন্না ভাই’। দুইটি ছবিই তুমুল বক্স অফিস সাফল্য পায়।
পাশাপাশি ‘মুন্নাভাই’-এর চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন সঞ্জয় দত্ত। ফলে ফের ‘মুন্নাভাই’কে বড় পর্দায় দেখার খবরটা সঞ্জয় ভক্তদের জন্য সুখবরই।