শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসছে ইসি

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ৬, ২০১৭
news-image

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর এবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ ও ১৭ আগস্ট এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালউদ্দিন আহমদ জানিয়েছেন।

তিনি আরও

ইসি সচিব বলেন, ‘বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে।

মোট ৬০ জনকে আমন্ত্রণ জানানো হবে জানিয়ে তিনি আরও বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর আগস্টের শেষ সপ্তাহে দেশের ৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

এছাড়া ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে বলেও জানান এই ইসি সচিব। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন এই সংলাপের উদ্যোগ নিয়েছে।

জানান, আগস্টের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি।