বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার ঈদে ৫২ হাজার টাকা উৎসব ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ৬, ২০১৭
news-image

চাকরিজীবীদের মতো মুক্তিযোদ্ধাদের জন্যও ঈদ বোনাসহ উৎসবভাতা চালু করা হয়েছে। আজ রোববার মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী জানান, আসন্ন কোরবানির ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা এবং আগামী ঈদুল আজহার উৎসব ভাতাসহ মোট সাড়ে ৫২ হাজার টাকা পাবেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। চাকরিজীবীদের মতো উৎসবভাতাও চালু করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহসভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড ক্উান্সিলের সাবেক সহসভাপতি অধ্যাপক ডা. মো. আ. সালাম খান, ও মো. সালাহ উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া,দেলোয়ার হোসেন খান, ড. মো. ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।