মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাক্তাই চালের আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ড

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ৬, ২০১৭
news-image

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর চাক্তাই বাণিজ্যিক এলাকার একটি চালের আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার ভোরে চাক্তাই এলাকার একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।

চাক্তাই ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, ভোরে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত অন্য দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনে ১৫টির বেশি চালের আড়তসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।