বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুপারিশ

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ১, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের সুপারিশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। সংলাপের জন্য সুশীল সমাজের ৫৯ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হলেও ৩০ জনের মতো উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত দুইজন ছাড়া বাকিরা নির্বাচনের সময় সেনা মোতায়েনের পক্ষে ছিলেন।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সুশীল সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয় ইসির ইমেজ পুনরুদ্ধার করতে। এ ছাড়া গত জাতীয় নির্বাচনের মতো যেন এবার এমনটি না হয় তার জন্য ইসিকে কঠোর অবস্থান নিতে হবে। এ ছাড়া নির্বাচনে না ভোট রাখার পক্ষে মত দেন অধিকাংশরা। নির্বাচনের সময় পোলিং এজেন্টরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং তাদের নিরাপত্তা দেওয়া হয় সে কথাও বলা হয়েছে।