নির্বাচন নিয়ে সরকার বিএনপির সাথে আলোচনা করবে না : নাসিম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচন নিয়ে সরকার বিএনপির সাথে কোনো ধরনের আলোচনায় যাবে না।
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বিএনপির সাথে আলোচনা করবে নির্বাচন কমিশন। সরকার তাদের সাথে কোনো আলোচনায় যাবে না।’
মোহাম্মদ নাসিম আজ সোমবার সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকতা এবং শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সাথে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা: উদয় নারায়ণ মোহন্তের সভাপতিত্বে পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিভিল সার্জন ডা: শেখ মো: মনজুর রহমান, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসার ডা: রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে তাদের সাথে আলোচনার প্রশ্নই আসে না। সরকার বিএনপির সাথে কোনোভাবেই আলোচনায় যাবে না। সব দলকে নির্বাচন কমিশন আলোচনা জন্য ডেকেছে। ইসির সাথে বিএনপির আলোচনা হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন সংলাপ ডেকেছে। সুশীল সমাজসহ নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের সাথে পর্যায়ক্রমে সংলাপ হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব যথাসময়ে সুষ্ঠুভাবেভাবে নির্বাচন শেষ করা। সহায়ক সরকার সংবিধানের বিষয়, নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। এটি নির্বাচন কমিশনের সাথে আলোচনা করারও বিষয় নয়।
এদিকে বিকেলে স্বাস্থ্যমন্ত্রী কৃষি, বন বিভাগ ও জেলা প্রশাসন আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।