বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অল্পের জন্য রক্ষা পেলেন ২৬ হজ্জ যাত্রী

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ১, ২০১৭
news-image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বহির্গমন র‌্যাম্পে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ২৬ হজ্জ যাত্রী।

সোমবার দুপুর ১২টার দিকে হজ্জযাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বাস টার্মিনালের দোতালায় উঠার সময় হঠাৎ ব্রেক লক অকেজো হয়ে গেলে এ বাসটি পিছনের দিকে যেতে থাকে। এক পর্যায়ে টার্মিনালের রেলিং ভেঙ্গে বাসটি প্রায় ঝুলন্ত অবস্থায় আটকে যায়। বাসের হজ্জ যাত্রীদের মধ্যে আতংক শুরু হয়। অনেকটা সিনেমায় দেখানো দৃশ্যের মতো। বাসের ভিতর যাত্রীরা একটু নড়াচড়া করলেই বাসটি দুলতে থাকে।

এ ধরণের একটি দুর্ঘটনায় টার্মিনাল এলাকায় শতশত দর্শনার্থী ভিড় করে। সিভিল এভিয়েশনের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে র‌্যাবের সহায়তা চান। র‌্যাব সদর দফতর থেকে একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে গিয়ে প্রথমে অত্যন্ত কৌশল অবলম্বন করে বাস থেকে যাত্রীদের নামিয়ে এনে। এরপর একটি র‌্যাকার দিয়ে বাসটিকে টেনে উদ্ধার করা হয়।

র‌্যাব সদর দফতরের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক কামন্ডার মুফতি মাহমুদ খান বলেন, র‌্যাব অত্যন্ত সাহসিকতার সঙ্গে হজ্জ যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার করার সময় কৌশল অবলম্বন করার ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে।