৬.৩ ইঞ্চি ২কে ডিসপ্লে নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ৮

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং এর নোট ৮ ফোন উন্মুক্ত হতে এখন অনেক বাকি। তবে এর মধ্যেই ফোন নিয়ে নানা তথ্য ফাঁস হতে শুরু করেছে। সর্বশেষ চীনা সোশ্যাল মিডিয়া উইবো’তে একজন ব্যবহারকারী নতুন তথ্য ফাঁস করেছেন।
ওই ব্যবহারকারীর তথ্যমতে, গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোনে থাকবে ৬.৩ ইঞ্চি ২কে সুপার অ্যামোলেড কার্ভড ডিসপ্লে। থাকবে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরে ও ৬ জিবি র্যাম। এছাড়াও বলা হয়েছে, ডুয়েল রিয়ার ক্যামেরার নোট ৮ এস পেন এবং ডিইএক্স সমর্থন করবে। আর ফোনটিতে রয়েছে ৩ হাজার ৩০০ এমএএইচ ব্যাটারি যা স্যামসাং এর এস৮ প্লাসের চেয়ে কিছুটা কম।
অন্যদিকে আরেকটি রিপোর্টে দাবি করা হয়, ৬৪ জিবি এবং ১২৮ জিবি এই দুই সংস্করণে আসবে গ্যালাক্সি নোট ৮। এই রিপোর্টে স্যামসাং ইলেকট্রনিক্সের বরাত দিয়ে বলা হয়, বাজার ভেদে এই ফোনের দাম ১ হাজার থেকে ১১০০ ডলার পর্যন্ত হতে পারে। তবে এ সকল গুজব ছড়ালেও আসলেই কি নোট ৮ ফোনে তা দেখার জন্য প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস