মোবাইল পরিবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প!
বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের একজন হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অর্থে তার হাতে থাকা মোবাইল বা ডিভাইসটিও ক্ষমতাধর!
কী মোবাইল ব্যবহার করেন ট্রাম্প, নিরাপত্তার জন্য তিনি বিশেষ কোনো মোবাইল ব্যবহার করেন কিনা, এই ধরনের প্রশ্ন যে কারো মাথায় আসাটা স্বাভাবিক, ঠিক ততটাই অস্বাভাবিক ট্রাম্পের মোবাইল সম্পর্কে জানাটাও!
তবে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই স্যামসাংয়ের গ্যালাক্সি এস৩ মডেলের একটি সেট ব্যবহার করেন। প্রেসিডেন্ট হিসেবে তার ফোনের যেসব নিরাপত্তা দরকার, তার কোনোটিই ছিল না ফোনটিতে। এজন্য এটি ব্যবহার ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।
তবে ধারণা করা হচ্ছে পুরাতন মডেলের ওই মোবাইলটি তিনি সম্প্রতি পরিবর্তন করেছেন।
কারণ টুইটার ভক্ত ট্রাম্প ৮ মার্চের পর যেসব টুইট করেছেন তার সবই করা হয়েছে আইফোনের টুইটার অ্যাপ থেকে। অর্থাৎ ট্রাম্পের হাতের মোবাইলটি আইফোন হওয়ার সম্ভাবনাই বেশি বা শুধুমাত্র টুইটার ব্যবহার করার জন্য আইফোনটি ব্যবহার করেন তিনি।