ভারতে আইফোনের দাম কমলো

ভারতের বাজারে টেক জায়ান্ট অ্যাপলের মূল্য ৭.৫ শতাংশ কমানো হয়েছে যা আগে ছিল ৪ শতাংশ। ভোক্তাদের পণ্য ও পরিষেবা কর (জিএসটি) থেকে সুবিধা পাওয়ায় এই মূল্যহ্রাস হয়েছে।
১ জুন শনিবার প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এই মূল্য রাসের ঘোষণা দেয়। ওয়েবসাইট অনুযায়ী ২৫৬ জিবি ব্যয়বহুল আইফোন ৭ প্লাসের দাম ছিল ৯২ হাজার রুপি যা এখন হয়েছে ৮৫ হাজার ৪০০ রুপি। আর আইফোন ৬এস ৩২ জিবি সংস্করণ ৬.২ শতাংশ কমে হয়েছে ৪৬ হাজার ৯০০ রুপি।
আর ভারতের ব্যাঙ্গালুরুতে তৈরি আইফোন এসই এর ৩২ জিবি মডেলের দাম কমে হয়েছে ২৬ হাজার রুপি এবং ১২৮ জিবির দাম হয়েছে ৩৫ হাজার রুপি। বিশেষজ্ঞদের মতে, অ্যাপল বহুদিন ধরেই ভারতের বাজার দখল করতে চাইছে। আর এই মূল্যহ্রাস আইফোনের চাহিদাকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করা যায়।
সূত্র: গ্যাজেট নাউ