বুড়িগঙ্গার দূষিত পানি যাচ্ছে পদ্মা-মেঘনায়
বুড়িগঙ্গা নদীর দূষিত পানি পৌঁছে যাচ্ছে ইলিশের অন্যতম বিচরণক্ষেত্র পদ্মা- মেঘনায়। দূষণের কারণে নদীতে মাছ উৎপাদন বাধাগ্রস্ত হয়ে পড়বে বলে আশংকা করছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
শিল্প বর্জ্যসহ নানান দূষণে বিপর্যস্ত বুড়িগঙ্গা নদীর পানি যাচ্ছে ভাটির দিকে। আর এই ভাটিতে চাঁদপুরের ষাটনল হতে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকা ইলিশের প্রজনন ও বাচ্চা ইলিশের বিচরণ ক্ষেত্র।
প্রতি মাসে হাজার হাজার মেট্রিক টন মাছের এই উৎস পদ্মা-মেঘনায় বুড়িগঙ্গার দূষিত পানি মিশে যাওয়ার কথা জানান বিজ্ঞানীরা।
নদী গবেষকরা আরও জানিয়েছেন, পদ্মা-মেঘনায় দূষণের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। পানিতে ক্ষতিকর এমোনিয়ার কারণে দেখা দিচ্ছে মাছের খাদ্য ঘাটতি।
পদ্মা-মেঘনা নদীকে দূষণমুক্ত রাখতে এখনই কার্যকরী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা।
বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের আশংকা, বুড়িগঙ্গার দূষণ রোধ না করা গেলে ইলিশসহ অন্যান্য মাছ উৎপাদন আরও কমতে থাকবে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: