বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টাখনুর নিচে কাপড় থাকা অবস্থায় নামাজ পড়লে কি নামাজ ভেঙ্গে যাবে ?

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ২, ২০১৭
news-image

জাকারিয়া হারুন : নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেয়া হবে। আর নামাজের মাধ্যমেই মুমিনের পরিচয় হয়। নামাজ পালনের নির্দিষ্ট কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে। এখন প্রশ্ন হলো টাথনুর নিচে কাপড় থাকা অবস্থায় নামাজ পড়লে কি নামাজ ভেঙ্গে যাবে?

উত্তর : টাখনুর নিচে কাপড় পরা শরীয়তে নিষেধ। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,টাখনুর নিচের যে অংশ লুঙ্গী (ইত্যাদি) দ্বারা ঢাকা থাকবে তা জাহান্নামে যাবে। (সহীহ বুখারী, হাদীস ৫৭৮৭)
আর নামাযের মধ্যে টাখনুর নিচে কাপড় থাকলে নামাজ ভাঙ্গবে না। তবে মাকরূহ হবে। আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন,যে ব্যক্তি নামাযে অহঙ্কারবশতঃ নিজ কাপড় (পায়ের গিরার নিচে) ঝুলিয়ে রাখে, আল্লাহ তার জন্য ‘জান্নাত’ হালাল করবেন না এবং ‘জাহান্নামও’ হারাম করবেন না। (সুনানে আবু দাউদ, হাদীস ৬৩৭)

অতএব নামায ও নামাযের বাইরে সর্বাবস্থায় যেন পুরুষের কাপড় টাখনু গিরার উপরে থাকে সে ব্যাপারে যতœবান হওয়া অবশ্য কর্তব্য। ইমদাদুল আহকাম ৪/৩৩৬