মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সুইজারল্যান্ডে জমা হওয়া বাড়তি টাকা লুটপাটের: বিএনপি

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১, ২০১৭
news-image

বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে চলতি বছর যে বাড়তি ১ হাজার কোটি টাকা জমা হয়েছে তার পুরোটাই ক্ষমতাসীন সরকারের দলীয় লোকদের দুর্নীতি ও লুটপাটের অর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে রিজভী বলেন, লুটপাট করার জন্য বাজেটে জনগণের ওপর করের বোঝা বাড়িয়ে বড় আকারের বাজেট দেয়া হয়েছে।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড ২০১৬’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে এর আগের বছরের চাইতে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের অর্থ জমার পরিমাণ এক হাজার কোটি টাকা বেড়েছে।