সাইকেলে স্কুলের পথে নড়াইলের মেয়েরা(ভিডিও)
সাইকেলে করে স্কুলে আসা-যাওয়া করছে নড়াইলের এক গ্রামের প্রায় দেড়শ’ ছাত্রী। ব্যতিক্রমী এই বিষয়টি এখন যেন ওই গ্রামের স্বাভাবিক দৃশ্য। ভ্যানের জন্য অপেক্ষা করতে হয় না তাদের, বাড়ি থেকে নিতে হয় না বাড়তি টাকা।
মেয়েরা এগিয়ে যাচ্ছে। কতটা এগিয়েছে তা অজ পাড়া-গাঁয়ের এই দৃশ্যই বলে দিচ্ছে। তবে পথ অনেক কঠিন। শুরুটা এতো সহজ ছিল না। প্রথম দিকে শুনতে হয়েছে অনেক কটু কথা। অনেক কুসংস্কার অনেক বাঁধা উপেক্ষা করে প্রায় দেড়শ’ ছাত্রী এখন নিয়মিত স্কুলে যাচ্ছে সাইকেল চালিয়ে। মেয়েরা শুধু এগিয়েই যাচ্ছে না, লড়ে যাচ্ছে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতনসহ সমাজের সব কুসংস্কারের বিরুদ্ধে।
নড়াইল শহর থেকে ১৫ কিলোমিটার দূরে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে নড়াইল সদর ও যশোরের বাঘারপাড়া উপজেলার সীমান্তবর্তী এগারোটি গ্রামের শিক্ষার্থীরা। আগে শুধু ছেলেরা স্কুলে যেত সাইকেলে। আর মেয়েরা পায়ে হেঁটে অথবা ভ্যানে। দুর্ভোগের কথা চিন্তা করে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রয়াসে সাইকেল কিনে দেয়া হয় মেয়েদের। চার বছর আগে প্রথমে কয়েকজন ছাত্রী সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত শুরু করে।
গ্রামগঞ্জ মফস্বল দেশ ছাড়িয়ে একদিন তারা বিশ্ব জয় করবে, এই প্রত্যয়ে এগিয়ে চলেছে নড়াইলের শিক্ষার্থীরা।