শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে ১৭ জন গুলিবিদ্ধ

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১, ২০১৭
news-image

যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় ১৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। আরকানসাস পুলিশের বরাতে জানা যায়, গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক। সবচেয়ে কমবয়সী গুলিবিদ্ধ যে তার বয়স ১৬ বছর বলে জানা গেছে। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার রাত আড়াইটার দিকে পাওয়ার লাউঞ্জ নামে নাইটক্লাবে আয়োজিত একটি কনসার্টে গুলি বিনিময় হয়। সন্দেহভাজন কে বা কারা এই গোলাগুলির পেছনে রয়েছে সেটা এখনো জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, এটা সন্ত্রাসবাদ সংক্রান্ত মনে হচ্ছে না। পুলিশের বরাতে এবিসি নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গোলাগুলির শব্দে পালাতে গিয়ে বেশির ভাগ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন।