দুই লক্ষাধিক নারীকে আইজিএ প্রশিক্ষণ দিচ্ছে সরকার
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, ‘ইনকাম জেনারেটিং অ্যাক্টিভেটিস (আইজিএ) ট্রেনিং অব ওমেন অ্যাট উপজেলা লেভেল’ প্রকল্পের আওতায় সরকার ২ লাখ ১৭ হাজার ৪৪০ জন নারীকে আইজিএ প্রশিক্ষণ প্রদান করবে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য ফজিলাতুন নেসা বাপ্পীর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্রামের অসহায় নারীদের সহায়তার জন্য সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ২৫০৫৬.২২ লাখ টাকা ব্যয়ে ‘ইনকাম জেনারেটিং অ্যাক্টিভেটিস (আইজিএ) ট্রেনিং অব ওমেন অ্যাট উপজেলা লেভেল’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে।
এই প্রকল্পের মাধ্যমে দেশের ৪২৬টি উপজেলা, ৮টি বিভাগীয় শহর ও ৬৪টি জেলা শহরে দরিদ্র নারী স্থানীয় চাহিদার ভিত্তিতে ২টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে।
তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর মেয়াদে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।