রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হবে আলিবাবা

সেরাকণ্ঠ ডট কম :
জুন ২৪, ২০১৭
news-image

আগামী ২০ বছরের মধ্যে ফ্রান্স এবং ব্রিটেনের অর্থনীতিকে ছাপিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হবে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা। এমন মন্তব্য করেছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

চীনের হাংঝু’তে আলিবাবার প্রধান কার্যালয়ে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বর্তমানে সুইডেন, পোল্যান্ড, ইরান, নরওয়ে এবং অস্ট্রিয়ার তুলনায় বৃহত্তম আলিবাবার অর্থনীতির পরিধি।

বর্তমানে ২ হাজার কোটি গ্রাহককে সেবা দিচ্ছে আলিবাবা, যা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ। ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, যা যেকোন দেশের সরকারের যোগ্যতার চেয়ে বেশি।

২০২০ সাল নাগাদ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে তুরস্ক এবং সৌদি আরবকে টেক্কা দেয়ার পরিকল্পনা রয়েছে ই-কমার্স জায়ান্টটির। ২০৩৬ সাল নাগাদ ১০ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে আলিবাবার।

এ জাতীয় আরও খবর