বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড
বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড হয়েছে। চব্বিশ ঘণ্টায় দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায় করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা দিয়ে ঈদ যাত্রার ছোট-বড় বিভিন্ন ধরনের ২৬ হাজার ৭৩৭টি যানবাহন পারাপার হয়।
ঢাকায় সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায়ের মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে। এর আগে গত বছর ঈদুল ফিতরের দুইদিন আগে ২৪ ঘণ্টায় ২ কোটি ১০ লাখ টাকার টোল আদায় হয়েছিল।
এদিকে শনিবার দুপুরে টোল প্লাজায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের টোল যন্ত্র বিকল হয়ে পরে। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিকলের জেরে ২৫ কিলোমিটার যানজট তৈরি হয়ে যায়।
উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অন্তত ২৮ জেলার যানবাহন চলাচল করে।