বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুয়েতের মধ্যস্থতা চাচ্ছে কাতার

সেরাকণ্ঠ ডট কম :
জুন ৬, ২০১৭
news-image

আন্তর্জাতিক ডেস্ক:প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ায় বেশ বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য দেশটি এখন আলোচনার পরিকল্পনাকে সমর্থন করছে। চলমান সংকট সমাধানে কাতার সরকার কুয়েতের সহযোগিতা চাচ্ছে। খবর বিবিসির।

উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসবাদকে সমর্থন ও মদদ দেয়ার অভিযোগে গতকাল সোমবার কাতার সঙ্গে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও মালদ্বীপ।

আরব দেশগুলোর অভিযোগ, ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে মদদ দিচ্ছে কাতার। ইয়েমেন বাদে বাকি দেশগুলো কাতারের সঙ্গে আকাশ, নৌ ও সড়ক পথে যোগাযোগ স্থগিতের ঘোষণাও দিয়েছে।

কুয়েত এই বিরোধের মধ্যে জড়িত দেশগুলোর মধ্যে নেই। তবে দেশটি এই সংকট নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে।কাতার বলছে, তারা আলোচনা প্রস্তাবে রাজি।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী তামিম বিন হামাদ আল-থানি আল জাজিরাকে বলেছেন, কুয়েতের আমির আলোচনার জন্য মঙ্গলবার সৌদি আরব যাবেন।

তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, কাতার একটি উদার ও সৎ আলোচনা প্রত্যাশা করছে।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা বলছে, সরাসরি আলোচনার মাধ্যমের এই সংকট সমাধানে কুয়েত আগ্রহী।

বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত(ইউএই) কাতারের নাগরিকদের তাদের দেশ ছাড়ার জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে।
সূত্র: ঢাকা টাইমস