শুক্রবার, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

জর্জিনার সঙ্গে রোনাল্ডোর প্রথম ছবি

সেরাকণ্ঠ ডট কম :
মে ২৭, ২০১৭

গতবছর নভেম্বর থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে জর্জিনা রডরিগেজের নামটা শোনা যাচ্ছে। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নক্ষত্রের সঙ্গে জর্জিনা গিয়েছিলেন ডিজনিল্যান্ডে সময় কাটাতে।
রোনাল্ডো ইনস্টাগ্রামে জর্জিনার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। এই প্রথম রোনাল্ডো তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে ছবি শেয়ার করলেন।
এর আগে বহুবারই এই কাপলকে অনেক জায়গাতেই একসঙ্গে পাওয়া গিয়েছে। কিন্তু দু’জনের কেউই কোনও ছবি শেয়ার করেনি।
এই ছবিতে দেখা যাচ্ছে যে, জর্জিনার পেট জড়িয়েই বসে রয়েছেন রিয়াল মাদ্রিদের মহাতারকা। এখন একাধিক মিডিয়ায় একটাই প্রশ্ন উঠেছে, বছর বাইশের জর্জিনা কি গর্ভবতী! ইতিমধ্যেই ৪৪ লক্ষের উপর লাইক ও ৫৫ হাজারের কাছাকাছি কমেন্ট পড়ে গিয়েছে এই ছবিতে। ইতিমধ্যেই অনেক ফ্যান রোনাল্ডোকে আগাম বাবা হওয়ার শুভেচ্ছা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর