শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এরশাদের সাথে রাজনীতি করা সমীচীন হবে না

সেরাকণ্ঠ ডট কম :
নভেম্বর ২৩, ২০১৮
news-image

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রচার ও প্রকাশনা উপদেষ্টা ও ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক রিন্টু আনোয়ার। বৃহস্পতিবার দলের চেয়ারম্যান বরাবর তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন।ওই পদত্যাগ পত্রে তিনি লিখেন, উদ্ভুত প্রেক্ষাপট ও পরিস্থিতিতে আমার মনে হয় আপনার সাথে রাজনীতি করা সমীচীন হবে না।

দীর্ঘদিন প্রায় দুই দশক ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন রিন্টু আনোয়ার। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৃহত্তর নোয়াখালীর সমন্বয় কমিটির আহবায়ক ও প্রাদেশিক সরকার ব্যবস্থার কেন্দ্রীয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।নির্বাচনে তিনি ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে থেকে এই আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগসহ দল গঠনে ভূমিকা পালন করেন।সম্প্রতি ২০০৭ সালের এক এগারো সরকারের সময়ে আলোচিত সেনা কর্মকর্তা লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিরক্ষা উপদেষ্টা নিয়োগ দেয়া হয়।তিনি ওই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দল ও রাজনীতি নিয়ে নানা মন্তব্য করে স্ট্যাটাস দেন। পরে বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন।এ বিষয়ে রিন্টু আনোয়ার বলেন, দলের চেয়ারম্যানের উপর অসন্তুষ্ট হয়ে পদত্যাগ করি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ২০০০ সাল থেকে দল ও চেয়ারম্যানের পক্ষে সারা দেশে কাজ করেছি। কিন্তু তিনি আমাকে না জানিয়ে আমার আসনে আরেক জনকে মনোনয়ন দিচ্ছেন। ফেনী-৩ আসনে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন বলেও জানান।