শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিবাহ বিচ্ছেদে গাড়ির অর্ধেক পেল স্ত্রী!

সেরাকণ্ঠ ডট কম :
ফেব্রুয়ারি ১৬, ২০১৮
news-image

জার্মানিতে ১২ বছরের দাম্পত্যের পর বিবাহবিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হন দের জুলি। আদালত তখন নির্দেশ দেয় সব সম্পত্তির অর্ধেক দিতেই হবে স্ত্রী লরাকে। বেশ কথা! যেমন হুকুম, তেমন কাজ! সব কিছু দুভাগে ভাগ করে নিলেন দের। এমনকী গাড়ি, চেয়ার, টিভি আর স্মার্টফোনও! তার পর সেই ভাগাভাগির ভিডিও নিজেই ইউটিউবে আপলোড করেছেন দের।

এটা ভালবাসা? না কি দুরন্ত জেহাদ?

দের জুলির বক্তব্য অবশ্য এর কোনটার সঙ্গেই মেলে না। তাঁর দাবি, তিনি শুধু মহামান্য বিচারকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন মাত্র।

ভাবছেন নিশ্চয়ই, সেই সব অর্ধেক বিভাজিত সম্পত্তির এখন গতি কী?

সেগুলো আপাতত ই-বে’তে রয়েছে বিক্রির জন্য। যদি কেউ এরকম আজব জিনিস কিনতে চায় আর কী! এই কাণ্ডটি কিন্তু বেশ পুরনো। প্রায় বছরখানেকের! কিন্তু নতুন করে ভাইরাল হয়েছে ভিডিওটা।

জার্মানির এক দল আইনজীবীর বক্তব্য, পুরো ঘটনাটাই না কি সাজানো! এরকম কিছুই বাস্তবে ঘটেনি। পুরোটাই ই-বে’র প্রচারের ছল! সত্যি হোক বা না হোক, ভিডিওটা কিন্তু মজার! দেখলে আর কিছু না হোক, নিখাদ আনন্দ কিছুটা পাবেনই!

এ জাতীয় আরও খবর