দেশে এলো সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা
সেরাকণ্ঠ ডট কম :
সেপ্টেম্বর ১৮, ২০২১
দেশে এসেছে চীনের সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা। শুক্রবার দিবাগত (১৮ সেপ্টেম্বর) রাত ২ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে টিকা পৌঁছায়।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।তিনি বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে টিকা গ্রহণ করেন।’
এর আগে ১০ সেপ্টেম্বর দিবাগত রাত ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজের একটি চালান দেশে আসে।