কাপ্তাইয়ে চলন্ত অটোরিকশার ওপর পাহাড় ধসে নিহত ২
সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১৩, ২০১৯
রাঙামাটির কাপ্তাই উপজেলায় যাত্রীবাহী চলন্ত সিএনজি চালিত অটোরিকশার ওপর পাহাড় ধসে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অতল বড়ুয়া (৫০) ও সুজয়া অং মার্মা (৪২)।কাপ্তাই থানার পরিদর্শক নূরুল আলম বলেন, কাপ্তাই এলাকায় বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ওই এলাকায় রায়খালী-বান্দরবান সড়কের পাশে একটি পাহাড়ের আংশিক ধসে পড়ে। এর নিচে চলন্ত অটোরিকশা চাপা পড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।এদিকে এ ঘটনার পর উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস রওনা হয়েছে, তবে সড়কে মাটি থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এতে কাপ্তাই উপজেলায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।