বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ,রাশিয়া, ভেনিজুয়েলা ও ইরানের কয়েক হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার

সেরাকণ্ঠ ডট কম :
ফেব্রুয়ারি ২, ২০১৯
news-image
কয়েক হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। একাউন্টগুলো পরিচালনা করা হত বাংলাদেশসহ মোট চারটি দেশ থেকে। দেশগুলো হচ্ছে, রাশিয়া, ভেনিজুয়েলা ও ইরান।

ভুয়া খবর ছরানো ও ঘৃণা ছড়ানোর অভিযোগে এসব একাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে টুইটার।
বৃহস্পতিবার এক টুইটের মাধ্যমে এ খবর দিয়েছে কোম্পানিটি। এতে বলা হয়, গত অক্টোবর থেকেই বিশ্বব্যাপী একাউন্টগুলোতে নজরদারি শুরু করেছে টুইটার। আজ আমাদের সেবার বিশুদ্ধতা রক্ষায় ক্ষতিকর একাউন্টগুলো মুছে দেয়া হয়েছে। টুইটারের উচ্চপদস্থ কর্মকর্তা ইয়োয়েল রোথ বলেন, ভুয়া তথ্য প্রতিরোধে টুইটারের অভিযানের অংশ হিসেবে ৩ হাজারেরও অধিক একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

এরমধ্যে ভেনিজুয়েলারই রয়েছে ২০০০ এরও অধিক একাউন্ট। এছাড়া সৌদি আরব ও ইসরাইলের বিরুদ্ধে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির কারণ দেখিয়ে ইরানের বেশ কয়েকটি একাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। রোথ জানান, বাংলাদেশ থেকে খুবই অল্প কয়েকটি একাউন্ট মুছে ফেলা হয়েছে। এসব একাউন্ট থেকে সম্পূর্ন বাংলা ভাষায় টুইট করা হত এবং তার সবই স্থানীয় রাজনীতি কেন্দ্রিক।