বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী হলে স্থায়ী বহিষ্কার: ওবায়দুল কাদের

সেরাকণ্ঠ ডট কম :
নভেম্বর ১০, ২০১৮
news-image

কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১০ নভেম্বর) সকালে ধানমন্ডিতে দলের মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম পরিদর্শন করে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘কোনো কোনো আসনে তো ১৪-১৫ জন প্রার্থীও আছে, কিন্তু মনোনয়ন তো দেবো একজনকে। এরপরেও যদি কেউ প্রার্থিতা প্রত্যাহার না করে তাহলে এবার অপেক্ষা নয় সরাসরি বহিষ্কার করা হবে।’

এরআগে, শনিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা। সকাল থেকেই দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে ভিড় করেন ধানমন্ডিতে।

পাশাপাশি গতকাল যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা অনেকেই আজ ফরম জমা দেন। ফরম বিক্রির প্রথম দিন গতকাল বিক্রি হয়েছে এক হাজার সাত’শ মনোনয়ন ফরম।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ নভেম্বর, যাচাই বাছাই প্রক্রিয়া ২২ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ২৯ নভেম্বর।