বিএনপির সহিংসতার জবাব দেবে আ.লীগ
সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৩, ২০১৮
বিএনপি নির্বাচনে না এসে ২০১৪ সালের মতো সন্ত্রাস ও সহিংসতার আশ্রয় নিলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার নিজ নির্বাচনী এলাকা কবিরহাটের ওটারহাট ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদের পর কর্মস্থলে ফেরাও স্বস্তিদায়ক হবে।
এ সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।-বাসস