মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিশুকে ধর্ষণের পর খাটের নিচে লুকিয়ে রাখে ইমাম

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১৭, ২০১৮
news-image

এক ইমামের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিলেটের জকিগঞ্জ উপজেলার হাজারীচকে ইমাম ক্বারী মাও. হাসান আহমদ ওরফে আলী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ জুলাই) তাকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে এলাকাবাসী।

মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মুমিনুল ইসলাম জানান, সোমবার ওই ইমামকে জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, রোববার বিকেলে স্কুল ছুটির পর ওই ছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে নিজের থাকার কক্ষে নিয়ে যান ওই ইমাম। এক পর্যায়ে ঘুমের ঔষধ খাইয়ে শিশুটিকে ধর্ষণের পর অচেতন অবস্থায় তাকে খাটের নিচে লুকিয়ে রাখেন।

এদিকে সময় পার হয়ে গেলেও শিশুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ইমামের কক্ষ থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত লোকজন আলী হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।