শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘রাজধানীতে আগামী মৌসুমে জলাবদ্ধতা থাকবে না’

সেরাকণ্ঠ ডট কম :
অক্টোবর ২২, ২০১৭
news-image

আগামী মৌসুম থেকে রাজধানীতে আর জলাবদ্ধতা থাকবে না বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

রোববার রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে দুই সিটি করপোরেশনকে ওয়াসার সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

গত কয়েক দিনের প্রবল বর্ষণে জলাবদ্ধতা দেখা দেয় রাজধানীতে। ফলে জলাবদ্ধতা নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়েছে।