শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী বছরের অক্টোবরে নির্বাচন হতে পারে: অর্থমন্ত্রী

সেরাকণ্ঠ ডট কম :
সেপ্টেম্বর ৪, ২০১৭
news-image

২০১৮ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেছেন, ‘এখন নির্বাচন কমিশনের হাতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার কাজ ছাড়া আর কোনো কাজ নেই। তারা এখন নির্বাচনের কাজ করবে।’ আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এমন আশা প্রকাশ করে দলটিকে এখনই নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান জানান মুহিত।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। ঈদুল আজহার পর প্রথম কার্যদিবসে তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচন খুবই কাছে। তবে গ্রামে নির্বাচনী আমেজের তেমন কোনো চিত্র চোখে পড়েনি। মানুষের মধ্যে এখন মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ আছে। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন, একইসঙ্গে ক্ষুব্ধও।’

এ সময় মুহিত মিয়ানমারের নোবেল বিজয়ী নেত্রী অং সান সুচির সমালোচনা করে বলেন, ‘তিনি রোহিঙ্গা নির্যাতনকে কীভাবে সমর্থন করে যাচ্ছেন, বিষয়টি আমার বোধগম্য নয়। এ নিয়ে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, তা ঘৃণিত।’
মুহিত বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানে আমরা আন্তর্জাতিক সহযোগিতা চাইছি। আবার মিয়ানমারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।’
‘আগামী নির্বাচনে কোনো ছাড় দেয়া হবে না’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘তার এই বক্তব্য অর্থহীন। আমরা কি তাদের কাছে কোনো ছাড় চেয়েছিলাম; না তারা আমাদের কোনো ছাড় দিয়েছিলেন? বরং নির্বাচনে আনার জন্য আমরা তাদের অনেক ছাড় দিয়েছিলাম, তারা তা গ্রহণ করেননি।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আবুল মাল আবদুল মুহিত জানান, এবার গ্রামের মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছে। কোথাও কোনো সমস্যা হয়নি। এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হয়েছে বলে জানান মন্ত্রী।