রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু : আহত ২: বাসস

সেরাকণ্ঠ ডট কম :
সেপ্টেম্বর ৩, ২০১৭
news-image

রাজধানীর শিক্ষাভবনের সামনের রাস্তায় প্রাইভেট কারের সঙ্গে একটি সিএন্ডজি চালিত অটোরিকশার সংঘর্ঘে মীম নামে তিন বছরের এক শিশু নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়।
মীমের বাবা রিকশা চালক কামরুল ইসলাম সকালে মোহাম্মদপুরের বাসা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর বাবা-মা’সহ মীমকে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
কামরুল ইসলামের বাড়ি ভোলার চর ফ্যাশন এলাকায়। মীম তার বাবা-মার সঙ্গে মোহাম্মদপুরে থাকত।