বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৫, ২০১৭
news-image

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর গুলশান-২ এলাকায় পুলিশের শটগানের গুলিতে তিনি আহত হন।

বৃহস্পতিবার রাতে হোটেল ওয়েস্টিনের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পর শাহেদুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।

গুলশান থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া বলেন, এক পুলিশ সদস্যের অসাবধানতার কারণে শর্টগানের গুলি তার গায়ে লেগেছে বলে শুনেছি। উনি এখন সুস্থ আছেন। আমি এর চেয়ে বেশি কিছু জানি না।