বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মতিঝিলে বাসচাপায় নিহত ১

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ৬, ২০১৭
news-image

রাজধানীর মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে মতিঝিল শাপলা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সেলিম মিয়া (২৮)। তাঁর বাড়ির ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর জানান, শনিবার রাতে শাপলা চত্বরে রাস্তা পারাপারের সময় একটি বাস সেলিম মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাঁর সিএনজিতে করে সেলিম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।