শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কঠোর হচ্ছে ফেসবুক, জেনে নিন নতুন নিয়ম

সেরাকণ্ঠ ডট কম :
সেপ্টেম্বর ১, ২০২০
news-image

বর্ণবাদী, অশালীন ও উষ্কানীমূলক কনটেন্টের ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেইসবুক।মঙ্গলবার নিজেদের টার্মস ও সার্ভিসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে সোশ্যাল মিডিয়াটি। এক নোটিফিকেশনে তারা জানায়, আগামী ১ অক্টোবর থেকে ৩.২ ধারায় এ পরিবর্তন কার্যকর হবে।এর আওতায় ফেইসবুক চাইলে ব্যবহারকারীর কনটেন্ট ডিলিট বা অ্যাক্সেস রেস্ট্রিক্ট করে দিতে পারে। কনটেন্টের কারণে আইনী জটিলতায় জরানোর আশংকা থাকলে ফেইসবুক এই ধারার প্রয়োগ ঘটাতে পারে।এর আগে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ফেসবুক ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিনই তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।সবার সঙ্গে সুস্থ বন্ধুত্ব, বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়াও উদ্যোক্তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম এখন ফেসবুক। এজন্য সব সুবিধা পেতে ফেসবুক ব্যবহারের সময় বিদ্বেষমূলক কমেন্ট, ভুয়া তথ্য ও উস্কানিমূলক প্রচারণা যেন নিজের অ্যাকাউন্ট থেকে করা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।