শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদার সম্মানে ৩০ টাকার ইফতার, দাওয়াত পেলেন প্রধানমন্ত্রী

সেরাকণ্ঠ ডট কম :
মে ২৬, ২০১৯
news-image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানের জনপ্রতি ৩০ টাকার ইফতারের আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার (২৮ মে) রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দাওয়াত পেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

রবিবার (২৬ মে) বিকাল সোয়া চারটার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ দাওয়াতপত্র পৌঁছে দেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাওয়াতপত্রটি গ্রহণ করেছেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, আজ আমরা ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে দাওয়াতপত্রটি পৌঁছে দিয়েছি। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমাদের থেকে দাওয়াপত্র গ্রহণ করেন।

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, কারাবিধি মতে প্রত্যেক কয়েদিকে ৩০ টাকার ইফতার দেওয়া হয়, তাই এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে বিএনপি মঙ্গলবার (২৮ মে) ঢাকার লেডিস ক্লাবে ইফতার মাহফিল করবে। সেই ইফতারে দামি কোনও খাবার রাখা হবে না। অতিথিদের ইফতারে খুবই সাদামাটা আইটেম রাখবে তারা। কারাবন্দি খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে এমন ব্যতিক্রম আয়োজনের উদ্যোগ নিয়েছে দলটি।

বিএনপি সূত্রে জানা গেছে, এ ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেওয়ার সময় বিএনপির কয়েকজন নেতা অতিথি রাজনীতিবিদদের জন্য দামি খাবারের প্রস্তাব দেন। যেহেতু একই টেবিলে অতিথি ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসবেন, তাই দুই ধরনের ইফতার আইটেম রাখা খারাপ দেখায়। সে কারণে শেষ পর্যন্ত ৩০ টাকার ইফতার আইটেম রাখার সিদ্ধান্ত নেন বিএনপির নেতারা।

জানা গেছে, ৩০ টাকার ইফতারের মধ্যে ৬ টাকা মূল্যের ছোট পানির বোতল, এক পিস করে খেজুর, পেয়াজু, বেগুনি, ছোট জিলাপি এবং এক মুঠো মুড়ি, সামান্য ছোলা থাকবে।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে ইফতার কমিটির বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।

ওইদিন এ ব্যাপারে বরকত উল্যা বুলু বলেন, বিএনপির চেয়ারপারসন কারাগারে রয়েছেন। সেখানে তিনি ৩০ টাকা মূল্যের ইফতার খান। তাই বিএনপির ইফতারও এখন ৩০ টাকার। আমরা ২৮ মে রাজনীতিবিদদের জন্য ইফতার মাহফিরের আয়োজন করছি। সেখানেও ৩০ টাকার ইফতার থাকবে। ক্যাটারিংকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি।