শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা

সেরাকণ্ঠ ডট কম :
নভেম্বর ১৯, ২০১৮
news-image

গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা। সোমবার বিকেলে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

যোগদানকারী সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফট্যানেন্ট কর্নেল(অব.) খন্দকার ফরিদুল আকবর, পিএসসি, এমবিএস, লেফট্যানেন্ট কর্নেল(অব.) অধ্যাপক শেখ আকরাম আলী, পিএইচপি, লেফট্যানেন্ট কর্নেল(অব.) মো. শহীদুল্লাহ, পিএসসি, এমডিএস প্রমুখ।

যোগদান অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রিয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, আ অ ম শফিকউল্লাহ, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

গণফোরামে রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে ভোটে লড়ার আগ্রহ প্রকাশ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য গণফোরামে যোগ দেয়া আওয়ামী লীগ আমলের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া। রবিবার (১৮ নভেম্বর) দুপুরে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এর চেম্বারে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া।

এর আগে গত বৃহস্পতিবার হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ড. রেজা কিবরিয়া। ২০০১ সালে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জসদর-লাখাই) আসনের সাংসদ ছিলেন রেজা কিবরিয়ার বাবা শাহ এ এম এস কিবরিয়া। আওয়ামী পরিবারের সন্তান হয়েও হঠাৎ ধানের শীর্ষে নির্বাচন কেন করতে চান- এমন প্রশ্নে রেজা কিবরিয়া গত শনিবার গণমাধ্যমকে বলেন, ‘আমি আওয়ামী লীগের গত ১০ বছরের রাষ্ট্র পরিচালনার সঙ্গে একমত নই।