মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোলে পরিত্যাক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার

সেরাকণ্ঠ ডট কম :
মার্চ ১৬, ২০১৮
news-image

যশোরের বোনাপোল পুটখালী সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকাল ১০টার দিকে পুটখালী গরু খাটালের সামনে থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৭০ গ্রাম।

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বিজিবি সদস্যরা পুটখালী গরুর খাঁটালের সামনে অবস্থান নেয়। এসময় স্বর্ণ পাচারকারী একটি টুপলা ফেলে পালিয়ে যায়। পরে টুপলাটি উদ্ধার করে খুলে দেখা যায় ১০টি স্বর্ণের বার রয়েছে। স্বর্ণ পাচারের দায়ে অজ্ঞাত নামে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

খুলনা ২১ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।