শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে কে কোন গ্রুপে

সেরাকণ্ঠ ডট কম :
ডিসেম্বর ২, ২০১৭
news-image

আর মাত্র ৬ মাস। এরপরই শুরু হবে গ্রেটেস্ট শো আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ। ২১তম আসরে কোন ৩২ দেশ অংশ নিবে তা নির্ধারণ হয়েছে বেশ আগেই। নির্ধারণ হয়ে গেলো গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে।

বিশ্বকাপ ড্র অনুষ্ঠানও বর্ণিল করতে আয়োজন দেশগুলো চেষ্টার কমতি রাখে না। এবারও একই পথে হেঁটেছে আয়োজক রাশিয়া। এ উপলক্ষ্যে মস্কোতে উৎসবের আমেজ।

অক্টোবর মাসের র‌্যাঙ্কিং অনু্যায়ী বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২ দলকে ভাগ করা হয় চারটি পটে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে র‌্যাংকিংয়ের সবার থেকে পিছিয়ে থাকলেও, স্বাগতিক হওয়ায় ১ নম্বর পট বা প্রথম স্তরে শীর্ষ ৭ দলের সঙ্গী হয় রাশিয়া।

রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ:

গ্রুপ ‘এ’: রাশিয়া, সৌদি আরব, মিশর, উরুগুয়ে

গ্রুপ ‘বি’: পর্তুগাল, স্পেন, মরোক্কো, ইরান

গ্রুপ ‘সি’: ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক

গ্রুপ ‘ডি’: আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া

গ্রুপ ‘ই’: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া

গ্রুপ ‘এফ’: জার্মানি, মেক্সিকো, সুইডেন, কোরিয়া রিপাবলিক

গ্রুপ ‘জি’: বেলজিয়াম, পানামা, ইংল্যান্ড, তিউনিশিয়া

গ্রুপ ‘এইচ’: পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান

এ জাতীয় আরও খবর