শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১২ হাজার টাকাই পাওয়া যাবে রোবট

সেরাকণ্ঠ ডট কম :
নভেম্বর ২৫, ২০১৭
news-image

ছোট একটা রোবট হলো কজমো রোবট। গাট্টা-গুট্টা আকারের এই রোবটটি ছোট্ট হলেও এর কাজ কিন্তু ছোট নয়। আশেপাশের যে কারো চেহারা ও নাম মনে রাখার মত চমৎকার কাজ করে এই রোবট। রোবটদের মধ্যে সবচেয়ে কমদামি রোবট হিসেবে পরিচিত কেই কজমো রোবট।

কজমো রোবটটি গেম খেলতে পারে, ভৌগলিক নানা সাহায্য করতে পারে, এমনি প্রোগ্রামিং শিখতেও সাহায্য করে। কজমো নির্মাতাদের দাবি, রোবট খেলনা বলতে শুধু কিছু রোবোটিক মুভমেন্ট আর মাঝে মাঝে শব্দ করে ওঠা না, এই কজমোকে তৈরি করা হয়েছে শিশু-কিশোরদের সঙ্গে কিছুটা হলেও জীবন্ত অনুভূতি দেবার জন্য।

রোবটি ছোট হওয়ায় সাধারণত শিশুদের খুব পছন্দের কজমো। ১৭৯ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় ১২ হাজার টাকায় অনলাইন ষ্টোরে পাওয়া যাচ্ছে এই রোবট।

সুত্র:সময়নিউজ.কম