বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বারো মাসে চায়না লেবু চাষ করে বেকার যুবক আর্থিক ভাবে সাবলম্বী

সেরাকণ্ঠ ডট কম :
আগস্ট ২৫, ২০১৭
news-image

কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কুলতলা গ্রামের মাঝের পাড়ার প্রান্তিক চাষী মোঃ গোলাম বিশ্বাসের সু-যোগ্য পুত্র তরুন বেকার যুবক আব্দুল আলীম প্রাকৃতিক ভাবে অত্যাধুনিক পদ্ধতিতে চায়না লেবুর চাষ করে আর্থিক ভাবে সাবলম্বী হয়েছেন ।

জানা গেছে ,তিনি গত বছর বাড়ীর পার্শ্ববতী কুলতলা মাঠে নিজেস্ব ১ বিঘা’ জমিতে চায়না লেবু চাষ করেন। ৮ হাত দূরত্বে ৮ হাত। ১ শত ১ টি লেবু গাছ আছে। প্রতিটি লেবু গাছ থেকে সর্বোচ্চ ১ হাজার পিচ লেবু পাওয়া যায়। যার ১ হাজার লেবুর আনুমানিক মূল্য মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা । ১বিঘা জমিতে ১ বছরে খরচ হয়েছে মাত্র ৮ হাজার টাকা। এ বাগান থেকে ১ বছরে সর্বমোট ৬ লাখ টাকা আয় করে। ১ বিঘা জমিতের অল্প খরচে বেশি বা অধিক লাভ হওয়ার এ খবর শুনে বিভিন্ন এলাকার চাষীরা লেবু বাগান সরেজমিন পরিদর্শন বা ক্ষেত দেখতে ছুটে আসেন । এলাকায় লেবু চাষ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। চায়না লেবুর চাষে বাম্পার ফলন হওয়ায় চাষী আব্দুল আলীমের চোখে মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে।সরকারী সহযোগীতা পেলে জীবননগর উপজেলায় ব্যাপক ভাবে লেবু চাষে আগ্রহী হবে।