বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি পণ্য বর্জন করছে কাতারের জনগণ

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১, ২০১৭
news-image

অবরোধ আরোপের প্রতিবাদে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের পণ্য বর্জন করছে কাতারের জনগণ। এসব দেশের কোনো পণ্য নতুন করে কাতারে প্রবেশ না করলেও আগে আমদানিকৃত পণ্যগুলোও আর কিনছে না কাতারের মানুষ।

আল-আলম টিভি চ্যানেল জানিয়েছে, অবরোধ আরোপ হতে যাচ্ছে- এমন আশঙ্কায় কাতারের অনেক ব্যবসায়ী সৌদি আরব ও আরব আমিরাতের বিভিন্ন কোম্পানির উৎপাদিত বিপুল পরিমাণ পণ্য আমদানি করে মজুদ করেছিল। কিন্তু এখন এসব পণ্যের কোনো ক্রেতা নেই।

 

কাতারের জনগণ ওই সব দেশের পণ্য কিনতে রাজি নন। বিশেষকরে সৌদি আরবের বিখ্যাত খাদ্য উৎপাদনকারী কোম্পানি আল-মারাই’র উৎপাদিত পণ্য এখনও কাতারের বিভিন্ন দোকানে শোভা পাচ্ছে। কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে না।

সৌদি ও আমিরাতি পণ্য বিক্রির জন্য বিশেষ ছাড় দেওয়া হলেও তাতে কাজ হচ্ছে না। এর ফলে বিপদে পড়েছে সৌদি ও আমিরাতি পণ্য মজুদকারী ব্যবসায়ীরা।

গত রমজানে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো কাতারে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়। এ অবস্থায় রমজান মাসে দেশটির বিপদে এগিয়ে আসে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তুরস্ক। এ দু’টি দেশ থেকে এখন কাতারে শত শত টন খাদ্য সরবরাহ করা হচ্ছে।#
পার্সটুডে