শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় ব্যক্তি উদ্যোগে মাছ চাষে সাফল্য (ভিডিও)

সেরাকণ্ঠ ডট কম :
জুলাই ১, ২০১৭
news-image

ভোলায় ব্যক্তি উদ্যোগে মাছ চাষ করে সফল হয়েছেন মৎসচাষি শেখ ফরিদ। তার এই উদ্যোগে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে শতাধিক মানুষের। মাছ চাষে এখন আগ্রহী হয়ে উঠছেন এলাকার অনেকে।

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা শেখ ফরিদ। ২০১১ সালে ৬ লাখ টাকা পুঁজি নিয়ে দু’টি পুকুরে মাছ চাষ শুরু করেন। পরে এলাকার বিভিন্ন ব্যক্তি পর্যায়ের পুকুর লীজ নিয়ে মাছ চাষের পরিসর বাড়াতে থাকেন।

এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি ২০টি পুকুরে মাছ চাষ করছেন। এসব পুকুরে তেলাপিয়া, রুই, কাতল, পাঙ্গাসসহ নানা প্রজাতির মাছ চাষ হচ্ছে। গত বছর তিনি ৬০ লাখ টাকার মাছ বিক্রি করেন।

তার সাফল্য দেখে ওই গ্রামের অনেকেই এখন মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছে। মাছচাষ প্রতিদিনই কেউ না কেউ তার কাছে এসে নানান পরামর্শ নেন। তিনিও সাহায্য নিচ্ছেন কৃষি বিভাগের।

কৃষি বিভাগ মনে করছে শেখ ফরিদের অনুপ্রেরণার এ অঞ্চল মৎস্য চাষে ভবিষ্যতে আরো অনেক উন্নয়ন ঘটবে।

 

 

 

এ জাতীয় আরও খবর