শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ওমরানের সেই ছবি ছিল অপপ্রচার!

সেরাকণ্ঠ ডট কম :
জুন ৭, ২০১৭
news-image

‘সিরিয়ার লাখো শিশুর প্রতিনিধি’ ওমরান দাকনিশ ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। পরিবারের সঙ্গে পাঁচ বছরের এই শিশুর সাম্প্রতিক ছবি প্রকাশিত হয়েছে।

গত বছর ওমরানের ধূলি-ধূসর মাথাভর্তি রক্তাক্ত মুখের ভিডিও ভাইরাল হয়। তখন বলা হয়, সরকারি বাহিনীর বিমান হামলায় ওমরানের এই দশা হয়েছে। কিন্তু এখন ওমরানের বাবা ভিন্ন কথা বলছেন। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত বছরের আগস্টে ধ্বংসস্তূপ থেকে ওমরানকে উদ্ধারের দৃশ্য গণমাধ্যমে আসে।

ভিডিওতে দেখা যায়, একটি ধ্বংসস্তূপ থেকে ওমরানকে উদ্ধারের পর তাকে এনে বসানো হয় কমলা রঙের অ্যাম্বুলেন্সের মধ্যে একটি চেয়ারে। ওমরানের ছোট্ট শরীরের পুরোটা ধুলাবালুতে আচ্ছন্ন। ধূলি-ধূসর মাথাভর্তি চুলের মধ্য থেকে গড়িয়ে পড়ছে রক্ত। সেই রক্ত মুখের ওপর এসে ধুলার সঙ্গে মিশে পেস্ট হয়ে গেছে। রক্তের ছোপ ছোপ দাগ শরীরের অন্যান্য অংশেও।

ভিডিওটির বিষয়ে বলা হয়, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপ থেকে ওমরানকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওমরানের ভাইয়ের মৃত্যু হয়েছে।

ওমরানের সেই ছবি ও ভিডিও বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছিল।

সূত্র- প্রথম আলো